Noun কাকে বলে কত প্রকার ও কি কি, Noun চেনার উপায় সমূহ

Noun কাকে বলে কত প্রকার ও কি কি, Noun  চেনার উপায় সমূহ

কোন কিছুর নামকেই (কোনো ব্যক্তি, জিনিস, জাতি, স্থান, বস্তু অথবা বৈশিষ্ট্যের নাম) Noun বলে। যেমন - Car, Chair, মানুষের নাম (Rahim, Karim), Bangladesh, Class ইত্যাদি হল Noun.

Noun এর উদাহারণ | Example of Noun

  • The Book was written by Nazrul. এখানে Book একটি বস্তুর নাম এবং Nazrul ও একটি ব্যাক্তির নাম, তাই book ও nazrul দুইটাই Noun.
  • Rahim is a student. এখানে Rahim হল একটি মানুষের নাম তাই এটি Noun. আর Student হল ব্যক্তির সমষ্টি তাই এটিও একটি Noun.
  • The teacher explained the lesson using colorful pictures. এখানে teacher হল একটি noun. এবং Pictures হল একটি Noun.

Noun কত প্রকার? How many types of noun?

Noun কে প্রধানত দুই (২) ভাগে ভাগ করা হয়। তা হল

  • Abstract Noun
  • Concrete Noun

আবার এই Concrete Noun কে চার ভাগে ভাগ করা হয়। তা হল

  • Proper Noun
  • Common Noun
  • Collective Noun
  • Material Noun

Noun এর প্রকারভেদ এর ব্যাখ্যা সমূহ

Abstract Noun

যেসব Noun দেখা যায় না, ধরা যায় না শুধু অনুভূতি করা যায় সেসব Noun কেই Abstract Noun বলে। যেমন : Love, Happiness, Freedom, Honesty, Wisdom, Patience, Friendship, Kindness

উপরের Love শব্দটি একটি Noun. যেটি চোখে দেখা যায় না, ধরা যায় না শুধু অনুভূতি করা যায়। Abstract Noun এর কোন প্রকারভেদ নাই।

Concrete Noun

Concrete Noun হল সেসব Noun যেগুলো দেখা যায়, হাতে ধরা যায়। যেমন - কোন বস্তু, ব্যাক্তি, স্থান, জাতীর নাম হল Concrete Noun. যেমন - Dog, Car, Table, Flower, Phone, River, Book, Chair

Concrete Noun এর প্রকারভেদ

এই Concrete Noun কে আবার চার ভাগে ভাগ করা হয়। তা হল

  • Proper Noun
  • Common Noun
  • Collective Noun
  • Material Noun

Proper Noun

যেসব noun কোন নির্দিষ্ট এবং বিশেষ কোন ব্যাক্তি, বস্তু, জাতী, স্থান এর নাম হয়, তাকেই Proper Noun বলে।

Proper noun এর কিছু উদাহরণ হল John, Paris, Coca-Cola, Mona Lisa, Amazon, Mount Everest, Shakespeare, United States, Eiffel Tower, Harry Potter

এখানে উপরের সকল Noun গুলো কোন স্থান, ব্যাক্তি, জাতী বা বস্তুর নির্দিষ্ট নাম, তাই এগুলো Proper Noun হবে।

Common Noun

যেসব Noun সাধারণ কোন ব্যাক্তি, বস্তু, জাতী বা স্থান এর নাম হয় সেগুলোই হল Common noun.

Common noun এর কিছু উদাহারণ হল Dog, Car, Book, Table, River, City, Flower, Chair

মনে রাখতে হবে যে, কোন স্থান, ব্যক্তি, জাতী বা বস্তু নির্দিষ্ট বা বিশেষ কোন নামে ব্যবহার করা হলে সেটি Common noun হবে না৷ Proper Noun হবে। যেমন - city হল একটি Common noun. আবার যদি নির্দিষ্ট কোন শহরের নাম New York তখন সেটি Proper Noun.

Collective Noun

যেসব Noun যা কোন সমষ্টি বা একটি গোষ্ঠী প্রকাশ করে থাকেই Collective Noun. যেমন - Team, Group, Swarm, Committee, Family

উপরের শব্দগুলো সবগুলোই হল গোষ্ঠী বা দল, যেখানে একাধিক মানুষ এর সমষ্টি প্রকাশ করে থাকে, তাই এই ধরনের Noun গুলোই Collective noun হবে।

Material Noun

যেসব Noun কোন পদার্থের নাম (কোন উপকরণ, ধাতু, কাঠ, প্লাস্টিক ইত্যাদি) হয়ে থাকে, তাকেই Material Noun হবে।

Material Noun এর উদাহারণ হল Gold, Wood, Steel, Plastic, Paper, Glass, Cotton, Silver, Leather

Noun চেনার উপায়সমূহ

একটি বাক্যে এক বা একাধিক Noun থাকতে পারে। এখন আমরা জানব, বাক্য Noun গুলো চেনার সহজ উপয় নিয়ে।

Rule 1 - Article (a, an, the) এর পরে Noun হয়।

বাক্য যদি কোন article (a, an, the) এর পরে যে শব্দটি থাকবে সেটি অবশ্যই Noun হবে। যেমন-

  • I brought a book.
  • The boy is very crazy.
  • The teacher explained the concept to the class.

এখানে বাক্যগুলোতে book, boy, teacher প্রত্যেকটি পূর্বে Article (a, an, the) অবস্থিত।

Rule 2 - Noun চেনার সহজ উপায়

Preposition এর পরে যদি একত্রে দুটি শব্দ থাকে, তাহলে দ্বিতীয় (২য়) শব্দটি অবশ্যই Noun হবে। যেমন -

  • The documentary explores the history of space exploration. এই Sentence টিতে preposition of এর পরে দুটি শব্দ ( Space, Exploration)। এখানে Space হল Adjectives এবং দ্বিতীয় শব্দটি Exploration হল Noun.

কিছু কিছু শব্দের Suffix বা প্রত্যেয় মাধ্যমে Noun চেনার উপায়

Rule 3 - tion যুক্ত

কোন শব্দের শেষে tion যুক্ত থাকলে সেটি Noun হবে। যেমন - Information, Education, Exploration, Celebration, Communication, Transformation

Rule 4 - ence যুক্ত থাকলে Noun হয়

শব্দ বা Word এর শেষে ence যুক্ত থাকলে সেটিও noun হবে। যেমন - Confidence, Difference, Importance, Influence, Experience, Reference

Rule 5 - cy যুক্ত থাকলে Noun

কেন শব্দ বা Word এর শেষে যদি cy যুক্ত থাকে সেটি noun হয়। যেমন - Democracy, Accuracy, Privacy, Efficiency, Currency, Literacy, Policy

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url